পৃথিবী ছাড়িয়ে ফুড ডেলিভারি অ্যাপের জনপ্রিয়তা এবার বিস্তার করেছে মহাকাশেও। মহাকাশ্চারীরাও আজকাল ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করছেন।
হ্যাঁ, ঠিকই শুনেছেন।আর অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও বিশ্বের যে কোনো প্রান্তে তো বটেই, পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশেও খাবার পৌঁছে দিতে চেষ্টার ত্রুটি করছে না। এক প্রতিবেদনে বলা হয়, জাপানের উবার ইটস প্রথমবারের মতো পৃথিবীর গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবার পৌঁছে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, চমকের আরও বাকি আছে। কারণ উবার ইটস এ খাবার পৌঁছে দিতে জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়ারকে বেছে নিয়েছে।
উবার ইটস জাপান তাদের ভ্যারিফাইড টুইটার পেজে ওই ডেলিভারি দেওয়ার ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে, ইউসাকু মায়েজাওয়ার সাদা টি-শার্ট আর ইবার ইটসের ক্যাপ পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার অ্যানতন শকাপলরভের কাছে উবার ইটসের বাদামি ব্যাগে খাবার পৌঁছে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, উবার ইটসের ডেলিভারির দেওয়ার ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। পোস্টটিতে মহাকাশে খাবার ডেলিভারি দেওয়ার জন্য মায়েজাওয়াকে ধন্যবাদ জানিয়েছে উবার ইটস জাপান। টুইটার ব্যবহারকারীরা এ অনন্য খাবার ডেলিভারি দেখে তাজ্জব বনে গেছেন। কেউ কেউ একে ‘অসাধারণভাবে দুর্দান্ত ডেলিভারি’ বলে অভিহিত করেছেন।