জেলা প্রতিনিধি, নীলফামারী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নে পাঙ্গা গ্রামে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় বড় ও ছোট ঘোড়ার দৌড়ে বিভিন্ন এলাকা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয়জনকে পুরস্কার প্রদান করা হয়। বড় ঘোড়ার দৌড়ে প্রথম হন কাফি বানিয়া ও দ্বিতীয় হন আব্দুল হাদী। ছোট ঘোড়ায় প্রথম হন পল্লিচিকিৎসক বাবু ও দ্বিতীয় হন রাশেদ মিয়া।
পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হকের সভাপতিত্বে ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনালী ব্যাংকের এজিএম আতাহারুল ইসলাম।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে ডোমারসহ আশপাশের উপজেলার হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভিড় করে।
ডিমলা থেকে ঘোড়দৌড় দেখতে আসা আলমগীর হোসেন বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে আমার খুবই ভালো লেগেছে। হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এমন আয়োজন প্রতিবছর হলোই ভালো হয়।
বিএসডি/জেজে