সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেছেন, খালের পাড়ে ভবনগুলো নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। খাল পাড় থেকে অন্তত ১২ ফুট দূরে ভবন নির্মাণ করতে হয়। এখানে সেটিও মানা হয়নি। এ কারণে ভবন ধসের ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে হেলে পড়া ভবনগুলোর অপসারণের বিষয়ে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে বলে জানান সিডিএর কর্মকর্তা মোহাম্মদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ভবনগুলোর ভার কমাতে কিছু অংশ সিডিএ অপসারণ করেছে। বাকি অংশের বিষয়ে ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের প্রথম আলোকে বলেন, হেলে পড়া ভবনমালিকদের সিটি করপোরেশন ও তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
বিএসডি/জেজে