নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির অপরাধে তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরপাড়ার সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাপানিয়ার রমজান আলীকে ৪ হাজার ও মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন জিটকার মজমপাড়া, হাপানিয়া ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান পরিচালিত হয়েছে। দেশজুড়ে মানিকগঞ্জ এর হাজারি গুড়ের সুনাম ও চাহিদাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রায়ই ভেজাল গুড় তৈরি করেন। খেজুরের রসের সাথে চিনি ও চুন মিশিয়ে এই ভেজাল গুর তৈরী করা হয়।
ভেজালের বিষয়টি স্বীকার করে ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, ‘অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে আমরা পাটালি তৈরি করছি। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ পাটালি তৈরি করেছি।’
বিএসডি/ এলএল