বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
করোনাকালীন সময়ে অনেককেই বাড়িতে বসে (হোম অফিস) কাজ করতে হয়। তবে বাড়ি থেকে কাজ করার সময়ে সমস্যা হল মাঝেমাঝেই ইন্টারনেট চলে যাওয়া। এতে কাজে যেমন ব্যাঘাত ঘটে,তেমন সময়েরও অপচয় হয়।
তবে হঠাৎ ইন্টারনেট চলে যাওয়ার মতো বিপত্তি ঘটলে ওয়াইফাই মজবুত করতে মাথায় রাখুন কয়েকটি সহজ সমাধান।
১) বাড়ির রাউটারটি 5GHz-এ বদলে নিন। এই ধরনের কানেকশনে দ্রুত কাজ হবে।
২) অনেকসময় সিগন্যালের সমস্যা দেখা দিলে প্রয়োজনে আপনার বাড়ির রাউটারটিকে অন্যত্র রাখুন।
৩) বাড়ি থেকে কাজের সময় চেষ্টা করবেন বাড়ির ওয়াই-ফাই ব্যবহার করে সিনেমা দেখা বা নেটমাধ্যমে সক্রিয় না থাকাই ভাল। একই সঙ্গে বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করলে তা দুর্বল হয়ে পড়ে।
৪) রাউটার যদি পুরোনো হয়, সেক্ষেত্রে অতি দ্রুত সম্ভব রাউটার পরিবর্তন করে নিন।
৫) হঠাৎই করে ইন্টারনেট চলে গেলে রাউটারটিকে একবার রিসেট করে নিন।
বিএসডি/জেজে