নিজস্ব প্রতিবেদক:
বিপিএলের ঘণ্টা বাজতে শুরু করেছে। ঘনিয়ে আসছে শুরুর দিন। মাঠের লড়াইয়ের আগে সবার দৃষ্টি থাকে প্লেয়ার্স ড্রাফটের দিকে। কে কোন দলে খেলবেন, কোন দল কেমন শক্তিশালী হলো- তা জানা যাবে ২৭ ডিসেম্বর।
দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় এ প্লেয়ার্স ড্রাফট। এবার দেশি ক্রিকেটার রাখা হয়ে ছয় ক্যাটাগরিতে ২১২ জনকে। বিদেশি ক্রিকেটার সেখানে প্রায় দ্বিগুণ। ৪০৬ জন। তাদের ক্যাটাগরি পাঁচটি। ‘এ’ গ্রেডে ১১ জন। পারিশ্রমিক ৭৫ হাজার ডলার। ‘বি’ গ্রেডে ১৬ জন। পারিশ্রমিক ৫০ হাজার ডলার। ‘সি’ গ্রেডে ২০ জন। পারিশ্রমিক ৪০ হাজার ডলার। ‘ডি’ গ্রেডে ৭৮ জন। পারিশ্রমিক ৩০ হাজার ডলার ও ‘ই’ গ্রেডে ২৮১ জন। পারিশ্রমিক ২০ হাজার ডলার।
বিপিএলের গর্ভনিং কাউন্সিল বিদেশি ক্রিকেটারদের লম্বা তালিকা তৈরি করলেও সেখানে নেই বিশ্ব মানের কোনো ক্রিকেটার। বিপিএলের মূল আকর্ষণে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এবার তারাও নেই তালিকায়। গ্রেড ‘এ’-র দিকে তাকালেই বোঝা যায় ‘এ’ গ্রেডে কাদের রাখা হয়েছে? এখানে আছেন বেন ফোকস, ড্যান লরেন্স, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রবি বোপারা, সনদ্বীপ লামিচানে, উইলিয়াম জর্জ জ্যাকস ও জহির খান। তবে তিনজন করে বিদেশি ক্রিকেটার সরাসরি নেওয়ার সুযোগ থাকায় অনেক ফ্রাঞ্চাইজি বিশ্বমানের কয়েকজন ক্রিকেটারকে চূড়ান্ত করেছেন। এরাই হবেন বিপিএলের আকর্ষণ।
বাকি চার ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটাররা হলেন-
বি গ্রেডে আছেন- বেনি হাওয়েল, ড্যানি ব্রিগস, দানুশকা গুনাথিলাকা, দীনেশ রামদিন, দীনেশ চান্দিমাল, লরি ইভান্স, লিয়াম ডওসন, লিয়াম প্লাঙ্কেট, লুক রাইট, মাহিশ থিকশানা, মোহাম্মদ শাহজাদ, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, শাপুর জাদরান, শেলডন কটরেল, কুশল মেন্ডিস।
সি গ্রেডে আসেন- আফসর জাজাই, আহমাদ শাহজাদ, অ্যালেক্সান্ডার ডেভিস, বেন ডাঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, চামিকা করুনারত্নে, দাওলাত জাদরান, ধনঞ্জয়া লক্ষণ, ফিদেল অ্যাডওয়ার্ডস, হারিস সোহেল, লাসিথ এম্বুলদেনিয়া, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, নাজিবউল্লাহ জাদরান, রবি রামপাল, রায়াদ এমরিট, রিকি ওয়েসেলস, সেক্কুগে প্রসন্ন, উসমান শিনওয়ারি, সুরাঙ্গা লাকমল।
ডি গ্রেডে আছেন- আব্দুল ওয়াসি, আবিদ আলী, আফতাব আলম, আকিফ জাভেদ, আকিলা ধনঞ্জয়া, অ্যান্ড্রু বালবির্নি, অ্যাঞ্জেলো পেরেরা, অ্যান্টন ডেভচিচ, আশিয়ান ডেনিয়েল, বিলওয়াল ভাট্টি, বিনুরা ফার্নান্দো, বিপুল শর্মা, বিয়র্ন ফরটুইন, চারমি লে রউক্স, চন্দরপল হেমরাজ, কাসুন রাজিথা, ক্রেইগ আরভিন, কার্টিস ক্যামফার, ডেভিড পেইন, ডিলন হেয়লিগার, আসেলা গুনারত্নে;
এহসান আদিল, ফাওয়াদ আলম, ফজল নিয়াজি রহমান, গুনাওয়ার্না জয়াসুরিয়া, অঞ্জনা জয়ারত্নে, ইমাম উল হক, জ্যাকব লিনটট, জশকরন মালহোত্রা, জতিন্দর সিং, জায়ডেন সিলস, জেফরে ভেন্ডারসে, জোন সিম্পসন, জনসন চার্লস, জর্ডান ক্লার্ক, জশ কব, জশুয়া লিটল, করিম জানাত, কেভিন ও’ব্রায়েন, কেভিন সিনক্লেয়ার, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা;
আমিলা আপনসো, ম্যাথু ফিশার, ম্যাথু পার্কিনসন, মেইল হ্যামন্ড, মীর হামজা, আশান আলী খান, জুনায়েদ খান, নিয়াল স্মিথ, নিতিশ কুমার, প্যাট ব্রাউন, পল আদ্রিয়ান ভন মিকেরেন, চতুরঙ্গ ডি সিলভা, মিনোদ ভানুকা, রায়ান খান পাঠান, রবিন জেমস দাস, ভন ডার মারউই, রস হোয়াইটলি, রায়ান বার্ল, সাদিরা সামিরাউইকরামা, সাহান আরচিজে, সাজিদ খান, স্যাম কুক;
নিরওয়ান্থা থিকশিলা ডি সিলভা, শন ডিকসন, শনব উইলিয়ামস, শিরান ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, সুদীপ ত্যাগী, থমাস হেলম, উসমান ঘানি, বীরাস্বামী পারমল, ওয়েন ম্যাডসেন, ওয়েসলি মাধেভেরে, ইয়াসির শাহ, ইউনুস আহমাদজাই।
বিএসডি/জেজে