নিজস্ব প্রতিবেদক:
সংবাদমাধ্যমে বিশেষ অবদান রাখায় বিখ্যাত আলোকচিত্রি পাভেল রহমান ও শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ‘অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা-২০২১’ এ ভূষিত হয়েছেন। প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র এই সম্মাননা পদক প্রদান করবেন।
কেন্দ্রের প্রতিষ্ঠা পরিচালক মীর রবি ও সভাপতি তাপস কুমার সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সম্মাননা পদক প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গুণীজনদের সম্মান জানাতে প্রজাহিতৈষী ও শিক্ষানুরাগী জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুরের স্মৃতির প্রতি সম্মান রেখে অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর শিক্ষা শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে অগ্রণী ভূমিকা রাখার জন্য দেশের নানা প্রান্তের বিশিষ্টজনদের অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় এ বছর সংবাদমাধ্যমে আলোকশিল্পে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বখ্যাত আলোকচিত্রি পাভেল রহমান ও রংপুর অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীকে ‘অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা-২০২১’ এ ভূষিত করা হলো।
আগামী ২৫ ডিসেম্বর শনিবার রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
পাভেল রহমান ও নজরুল ইসলাম হক্কানীর জন্মস্থান রংপুর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রি হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন পাভেল রহমান। আলোকচিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক-২০২১ প্রদান করেছে সরকার। এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অন্যদিকে নজরুল ইসলাম হক্কানী পীরগাছার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের অধ্যক্ষ। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি নদী রক্ষার আন্দোলন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে অনবদ্য অবদান। বিভিন্ন সংগঠন থেকে তাকে বিভিন্ন সময়ে সম্মাননা স্মারক প্রদান করেছেন
উল্লেখ্য, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র ২০২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই এই কেন্দ্রের মূল উদ্দেশ্য।
বিএসডি/জেজে