আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত যমজ, মানে একই শরীরে দু’জন মানুষ। এ রকম ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে আগেও দেখা গেছে। কিন্তু বাস্তবে তারা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন— এমন ঘটনা সচরাচর দেখা যায় না। বলা যায় এটি একটি বিরল ঘটনা। আর এই ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের অমৃতসরে। সংযুক্ত যমজ দুই ভাই- সোহনা এবং মোহনা হাজার শারীরিক প্রতিকূলতাকে জয় করে পেলেন সরকারি চাকরি। তাদের জীবন থেকে অনেকেই প্রেরণাও পেতে পারেন।
১৯ বছরের সোহনা এবং মোহনা গত ২০ ডিসেম্বর পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ করপোরেশনে চাকরিতে নিযুক্ত হয়েছেন। বেতন ২০ হাজার রুপি। ছোটবেলায় থেকেই পড়াশোনায় ভাল দুই ভাই। স্কুলের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিলেন। তখন থেকেই তারা সংস্থার নজরে ছিলেন। পড়া শেষ হতেই তাদের নিযুক্ত করল রাজ্য বিদ্যুৎ দফতর।
বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা রবীন্দ্র কুমার বলেন, “সোহনা এবং মোহনা বৈদ্যুতিক যন্ত্রাংশের দেখাশোনা করবেন। তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই এই কাজে নিযুক্ত করা হয়েছে।”
পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানিয়ে দুই ভাই বলেন, “চাকরি পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং পাঞ্জাব সরকারকে ধন্যবাদ এই সুযোগটি দেওয়ার জন্য।”
২০০৩ সালে নয়দিল্লিতে জন্ম দুই ভাইয়ের। জন্ম থেকেই তাদের মাথা, হাত, মেরুদণ্ড ও হৃৎপিণ্ড আলাদা, কিন্তু শরীরের নিচের অংশ একটাই। জন্মের পরই বাবা-মা দু’জনকে পরিত্যাগ করেন। দিল্লি এইমসের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাদের আলাদা করার চেষ্টা করলেও শারীরিক জটিলতার কারণে সক্ষম হননি।
এরপর তারা এ ভবেই বড় হতে থাকেন। স্কুলের পাঠ শেষ করে ডিপ্লোমা করেন। অতঃপর সরকারি চাকরি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে এগিয়ে চলা যায়, তা দেখিয়ে দিলেন সোহনা এবং মোহনা।
সূত্র:এনডিটিভি