নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠীর সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয়দিনের মতো এ অভিযান শুরু করেন।
সকাল সোয়া ৯টায় বরিশাল নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে বলে জানিয়েছেন নৌ-ফায়ার সার্ভিসের কর্মকর্তা বেলাল হোসেন। সারাদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিখোঁজদের সন্ধানে ট্রলার নিয়ে নদীর পাড়ে পাড়ে ঘুড়ছেন স্বজনরা। বরগুনার মো. সুমন হোসেন জানান, স্ত্রী ও দুই সন্তানকে এখনও পাননি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি শেষ কথা বলেছেন স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে।
ঢাকার মুগদা থেকে আসা আয়শা আক্তার জানান, তিনি ভাই আরিফুর রহমান এবং ভাইয়ের শিশু কন্যা কুলসুমকে (৪) হাসপাতাল এবং মর্গে খোঁজে না পেয়ে নদীর পাড়ে এসে বসে আছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল। আগুন লাগার পর যাত্রীরা নেভানোর চেষ্টা করেন। অনেকে ছাদে চলে যান। কেউ কেউ নদীতে লাফ দেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ আছেন শতাধিক। নিখোঁজ কতজন এখনও জানেন না কেউ।
বিএসডি/ এলএল