নিজস্ব প্রতিনিধি:
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং গত শুক্রবার সাপ্তাহিক ছুটিতে দুদিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে বন্দরটিতে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রফতানি শুরু হয়। একই সময় শুরু হয় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম।
দুদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা চালু ছিল।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, আজ সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দুই দেশের মধ্যকার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্য লোড-আনলোড ডেলিভারি কার্যক্রমও সকাল থেকে শুরু হয়েছে।
বিএসডি/ এলএল