আগের তিন বছরের তুলনায় এ বছর পানামায় অনেক বেশি মাদক উদ্ধার হয়েছে, যা একটি রেকর্ড।
দেশটির সরকার বলছে, প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় উপকূলের বিভিন্ন এলাকা এবং বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮৬ হাজার ৩৩২ প্যাকেট মাদক উদ্ধার করেছে পানামার জাতীয় নৌ বিমান সেবা কর্তৃপক্ষ।
দেশটির জাতীয় পুলিশ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ২৯ হাজার ৫২৫ প্যাকেট মাদক। আর জাতীয় সীমান্ত কর্তৃপক্ষ উদ্ধার করেছে ১১ হাজার ১১ প্যাকেট মাদক।
পানামার নিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলতি বছর মাদকবিরোধী অভিযানে ১ কোটি ২০ লাখ ডলার অর্থ জব্দ করা হয়েছে, গ্রেপ্তার করা হয় ৭১০ জনকে।
দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, চলতি বছর মধ্য পানামার উত্তরাঞ্চলীয় এলাকা কোলন থেকে সবচেয়ে বেশি মাদক উদ্ধার হয়েছে। সেখান থেকে ৫০ টন মাদক জব্দ করা হয়, যার বেশির ভাগ কনটেইনারে রাখা ছিল।
এ ছাড়া পশ্চিমের সীমান্ত অঞ্চল চিরিকিউ থেকে ২০ টন ও পানামা প্রদেশ থেকে ১৮ টন মাদক জব্দ হয়েছে।
সূত্র:এএফপি।
বিএসডি/ এলএল