নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরায় র্যাবের অভিযানে মানব পাচারের সময় দুই পাচারকারী আটক হয়েছে। উদ্ধার হয়েছে পাচারের শিকার এক ব্যক্তি।
র্যাব জানায়, ২৮ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরা র্যাব-৬, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মানব পাচারকারী কৌশলে একজন পুরুষকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেড়াগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ফকিরপাড়া মোড়ে মের্সাস জারিফ ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে উত্তর ভাদিয়ালী গ্রামেরমো: দবির উদ্দিন মোল্লার ছেলে মো: মাকসুদুজ্জামান (২৮) ও রাজুপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে মো: মফিজুল ফকির (৩০)কে আটক করেন।
তাদের দেওয়া তথ্যমতে পাচারের শিকার গাজীপুর জেলার আই-১৬৭/উত্তর বিলাসপুর এলাকার মৃত মুকুন্দ লাল দাসের ছেলে আশিষ কুমার দাস (৪৫) কে উদ্ধার করেন।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মামলা হয়। যার নং-৩৭, তারিখ: ২৮-১২-২০২১, ধারা: ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮।
বিএসডি/এসএ