এক সময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন পেসার রুবেল হোসেন। কখনো টাইগার শিবিরের পেস আক্রমণের নেতৃত্বও দিয়েছেন। তবে সময়ের চাহিদায় নিজেকে মেলে ধরতে পারেননি রুবেল। বাংলাদেশ দলে ব্রাত্য হয়ে পড়া ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার গত ৮ মাসে দেশের জার্সি গায়ে চাপাতে পারেননি। দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও সুযোগ মেলেনি একাদশে।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার হয়ে খেলবেন রুবেল। একই দলে সুযোগ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল। অভিজ্ঞ এই ৩ ক্রিকেটার নিয়ে যেমন আলোচনা, সেখানে রুবেল হোসেন থেকে যাচ্ছেন আড়ালে। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই পেসার আক্ষেপ করেই জানালেন, তিনি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছেন।
আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি। সাধারণত তাদের এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে।’
তারকায় ঠাসা ঢাকা প্রত্যাশার চাপ সামলাতে পারবে কিনা জানতে চাইলে রুবেল ব্যাখ্যা, ‘আপনার কথা এক হিসেবে ঠিক আছে। তবে আমরা অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফি ভাই আছে, তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে। তিনজনই সিনিয়র ক্রিকেটার আর অধিনায়ক। তারা দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।’
দীর্ঘদিন মাশরাফি মুর্তজার সঙ্গে জুটি গড়ে নতুন বলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েছেন রুবেল। মাশরাফিও জাতীয় দলে সুযোগ পান না দীর্ঘদিন। এবার বিপিএলে আবার জুটি বাধবেন মাশরাফি-রুবেল। এটি উপভোগ্য রুবেলের কাছে।
রুবেল বলছিলেন, ‘মাশরাফি ভাই তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলে না, অনেক দিন ধরে খেলার ভেতরে নেই। নতুন বলে আবারও মাশরাফি ভাইয়ের সাথে একসাথে বোলিং করব, ভালো লাগছে।’
বিপিএল জাতীয় দলে ফেরার মঞ্চ কিনা জানিয়ে রুবেল বলেন, ‘বিপিএল শুধু আমার জন্য না, সব ক্রিকেটারের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ বিপিএলে পারফর্ম করলে সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। এখানে ভালো করলে যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভালো হবে। ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব।’
বিএসডি/ এলএল