আইআইইউসি প্রতিনিধি:
বুধবার(২৯ ডিসেম্বর) ২০২১, একটি অনলাইন মিটিং এর মাধ্যমে নতুন একটি ইতিহাসের সূচনা করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট ইবি ক্লাব এবং তরুণদের লিডারশীপকেন্দ্রিক প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইউথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর এমওইউ চুক্তি সাক্ষরিত হওয়ার প্রথম মিটিং সম্পন্ন।
বিওয়াইএলসি, আগত বিভিন্ন লিডারশীপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স এ আইআইইইউসি ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগ এর শিক্ষার্থীদের জন্য কোর্স ফি উল্লেখযোগ্য ছাড়ে সুবিধা দিবে এবং কিছু কোর্স ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগ এর ছাত্রছাত্রীরা ফ্রি ভাবেও করতে পারবে এই ব্যবস্থা বিওয়াইএলসি করবে। চুক্তি টা এখনো সাক্ষর হয়নি পরবর্তী একটি মিটিং এ সাক্ষর হওয়ার সাথে সাথেই ইবি ক্লাব এর মাধ্যমে অন্যান্য বিভাগের ক্লাবরাও এই সুবিধা নিতে পারবে।ফলে পুরো বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা এই সুবিধার আওতাভুক্ত হয়ে যাবেন। বিওয়াএলসি ইতিমধ্যেই ‘Career X ‘ নামে প্রথম একটা কোর্স হাতে নিয়েছে। চুক্তি হয়ে যাওয়ার পর খুব শীঘ্রই কোর্স এর কার্যক্রম শুরু হবে এবং ইবি বিভাগের ছাত্রছাত্রীরা এটাতে অংশগ্রহণ করতে পারবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি ক্লাব এর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আইমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওয়াইএলসি এর সম্মানিত সিনিয়র ম্যানেজার আলমীর আহসান আসিফ , এক্টিং ম্যানেজার অর্নব কুমার সাহা, ডেপুটি ম্যানেজার আহমেদ সাব্বির, সহকারী পরিচালক মোহাম্মদ আলী আশরাফ, সিনিয়র এক্সিকিউটিভ হাসিব আল মাহমুদ সুমন সহ বিওয়াইএলসি ক্যাম্পাস এম্বাসেডরগন উপস্থিত ছিলেন। এবং ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানিত ইবি ক্লাব প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন স্যার , ভাইস প্রেসিডেন্ট লেকচারার হারুন উর রশিদ স্যার , ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগ এর সম্মানিত এডভাইজার ড. সাইফুল ইসলাম স্যার, এসোসিয়েট প্রফেসর জনাব ড.শরিফুল হক স্যার , ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগ এর চেয়ারম্যান মনির আহমেদ স্যার অন্যান্য স্যারদের মধ্যে রফিকুল ইসলাম স্যার, ড. মুসা খান স্যার, জয়নাল স্যার প্রমুখ। ইবি ক্লাবের ক্লাব এক্সিকিউটিভরা উপস্থিত হয়ে উক্ত অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেন। শিক্ষকদের মধ্যে বক্তব্যে ইবি বিভাগের এডভাইজার সাইফুল ইসলাম স্যার উক্ত অনুষ্ঠানকে স্মরণীয় অনুষ্ঠান হিসেবে আখ্যা দেন। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বিভাগের ছাত্রছাত্রী দের মঙ্গলের জন্য ইবি ক্লাব এর এমন উদ্যোগ কে সাধুবাদ জানান। বিভাগের চেয়ারম্যান মনির আহমেদ স্যারও উনার বক্তব্যে ছাত্রদের ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন, এবং ইবি ক্লাব এর এমন আয়োজন কে সাধুবাদ জানান।
বিএসডি /আইপি