সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ৫ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। আজ শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
গ্রেফতারকৃত আসামী লতিফা বেগম (২৫) ঢাকা জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে রাকিব মাহমুদ খাঁন জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানার শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। তখন ৫ লাখ টাকা মূল্যমানের ৫০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে। পরে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিএসডি /ইয়াসিন /আইপি