স্পোর্টস ডেস্ক
এযাবৎ নিউজিল্যান্ড সফরে গিয়ে কখনোই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ৯ টেস্টের সবগুলোতেই হার। এবার দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে কিউই সফরে টাইগাররা। বে ওভালে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটে-বলে দাপট দেখাচ্ছে সফরকারীরা। এই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রাজত্ব বাংলাদেশের। স্বাগতিকদের পেস আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে দুজনের ১০৪ রানের পার্টনারশিপ এগিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিদের। দিনের খেলা শেষে প্রতিপক্ষের বাহবা পাচ্ছেন জয়-শান্ত। পেসার নেইল ওয়েগনার জানালেন, এই দুই ব্যাটসম্যান তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
সংবাদ সম্মেলনে ওয়েগনার বলছিলেন, ‘আমাদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ। তারা (জয়-শান্ত) খুব ভালো ব্যাটিং করেছে, আমাদের যথেষ্ট সুযোগ দেয়নি। তাদের লক্ষ্য ছিল উইকেটে টিকে থাকা এবং বল ছেড়ে খেলার। ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে, কৃতিত্ব দিতেই হয়। তারা খুব ভালো ব্যাটিং করেছে, অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছে। যখনি আমরা উইকেটের খোঁজে বোলিং করেছি, চাপে ফেলার চেষ্টা করেছি সেই পরিকল্পনাগুলো তারা ভেস্তে দিয়েছে। উল্টো তারা আমাদের চাপে রেখেছে, আরও বেশি ভালো বল করতে বাধ্য করেছে।’
সঙ্গে যোগ করেন ওয়েগনার, ‘আজ দিনটি আমাদের পক্ষে যায়নি। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। পুরো কৃতিত্বই দিতে হবে বাংলাদেশ দলকে। তারা খুব ভালো খেলেছে। বাংলাদেশ আমাদের ভালোই ভুগিয়েছে।’
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ দল ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ১৭৫ রান। শান্ত শেষ বিকেলে ৬৪ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে ভাঙে ১০৪ রানে পার্টনারশিপ। দ্বিতীয় দিন শেষে জয় অপরাজিত আছেন ৭০ রান নিয়ে। নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসাররা সুবিধা পেলেও জয়-শান্তর কাছে সুবিধা করতে পারেননি ওয়েগনার-সাউদিরা।
ম্যাচের তৃতীয় দিনের পরিকল্পনা জানিয়ে ওয়েগনার বলেন, ‘আমাদের এখানের কন্ডিশন থেকে সাধারণত পেসাররা সুবিধা পেয়ে থাকে, এমনকি উইকেটে সবুজ ঘাস থাকে। কিন্তু আজকে এখানে অনেক বাতাস ছিল। পাশাপাশি উইকেট স্পিনও করছিল তবে শেষ বিকেলে পেসাররা সুবিধা পেয়েছে। আগামীকাল আমাদের প্রথম লক্ষ্য থাকবে জুটি বেধে বোলিং করা, তাদেরকে চাপে ফেলা এবং দ্রুত উইকেট তুলে নেয়া। এখনও খেলার অনেক অংশ বাকি। উইকেটে ফাটল ধরবে, স্পিনাররাও সুবিধা পাবে।’
বিএসডি/এসএ