জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই মানসপটে ভেসে ওঠে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম। এক যুগ আগেও ক্রিকেটের প্রাণকেন্দ্র ছিল এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। অনেক দিন পর বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে এসে স্মৃতিকাতর জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
আজ (রোববার) আইজিপি কাপ যুব কাবাডির ফাইনালে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সস্থ পল্টন ময়দানে এসেছিলেন মাশরাফি। অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে তিনি উপস্থিত হন। অনুষ্ঠান শেষে নানা প্রসঙ্গে আলোচনার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি হাতড়ালেন মাশরাফি, ‘এই স্টেডিয়ামে আমার অনেক স্মৃতি। আমাদের ক্যারিয়ারের শুরুর বড় একটা অংশ এই স্টেডিয়ামে কেটেছে।’ স্টেডিয়াম এলাকায় হোটেলের খাবারের স্বাদ প্রসিদ্ধ। স্টেডিয়ামে খেলার স্মৃতির পাশাপাশি খাবারের স্মৃতিও স্মরণ করলেন নড়াইল এক্সপ্রেস,‘এখানে অনেক হোটেলেও খেয়েছি।’
যুব কাবাডির মহিলা বিভাগের ফাইনালে উঠেছিল মাশরাফির নিজ জেলা নড়াইল। ঝিনাইদহের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মাশরাফির জেলা। তবে মেয়েদের সান্ত্বনা দিয়েছেন, ‘পরের বার হবে’ বলে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রো কাবাডিতে দল রয়েছে শচীন টেন্ডুলকারের। বাংলাদেশেও প্রো কাবাডি লিগ আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে মাশরাফির কোনো দল থাকবে কি না এই প্রশ্নের উত্তর অবশ্য মজা করে দিয়েছেন, ‘আপনারা টাকা দেন দল কিনব।’
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অবশ্য কাবাডিতে মাশরাফিকে সম্পৃক্ত করতে চান, ‘মাশরাফি শুধু ক্রিকেট নয় দেশের ক্রীড়াঙ্গনের একজন নক্ষত্র। আমরা তাকে অবশ্যই আমাদের পাশে উপদেষ্টা বা অন্য কোনোভাবে হলেও রাখতে চাই।’
মাশরাফি এখন জাতীয় সাংসদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যও। ক্রিকেটের বাইরেও অন্য খেলা নিয়ে ভাবতে হয় তার, ‘শুধু ক্রিকেটই আমাদের খেলা নয়। সব খেলা নিয়েই বাংলাদেশ। আমাদের খেলার সময় অন্যরা যেমন আমাদের খেলা দেখে, আমরাও অন্য ডিসিপ্লিনের খেলা দেখি।’
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্বে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। ঐতিহাসিক পল্টন ময়দানে ফাইনালে দলটি ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি হট ফেভারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখায় ঝিনাইদহ জেলা। শেষপর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ।
ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা ও নারী বিভাগে আঞ্জুমান আরা রাত্রি। ছেলেদের বিভাগে সেরা রেইডার মৌলভীবাজারের মো. যুবায়ের। মেয়েদের বিভাগে সেরা রেইডার নড়াইলের ছন্দা। ছেলেদের বিভাগে সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তাজউদ্দিন। নারী বিভাগে ঝিনাইদহের সুমাইয়া সেরা ডিফেন্ডার হয়েছেন। আঞ্জুমান আরা রাত্রি ফাইনালের সেরা খেলোয়াড়, সেমিফাইনালেও ম্যাচ সেরা হয়েছেন তিনি। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন মৌলভী বাজারের তাজ আহমেদ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিএসডি/এসএ