নিজস্ব প্রতিবেদক:
নাশকতার এক মামলার চার্জশিটভুক্ত আসামি হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা মঙ্গলবার এ আদেশ দেন।
একই সঙ্গে মামলায় আগামী ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানার শেওড়াপাড়ার মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় মামুনুল হক এজাহার ও চার্জশিটভুক্ত আসামি।
মঙ্গলবার এ মামলায় তাকে শ্যেন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। এরপর তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত।
বিএসডি/ এলএল