মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমান উল্লাহ খান বলেন, যদি এই ছিনতাইয়ের ঘটনা বন্ধ না করা যায়, তবে ছিনতাইকারীরা আরও উৎসাহিত হবে। এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। প্রক্টরিয়াল বডির দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও আশপাশের শিক্ষার্থীরা যেন নিরাপদ থাকে, তা নিশ্চিত করা।
মানববন্ধনে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র মহন্ত বলেন, প্রতিদিন ক্যাম্পাসে একটি-দুটি ছিনতাই হচ্ছে। অথচ প্রশাসন, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসে এতগুলো পুলিশ ফাঁড়ি, প্রতিটি গেটে একটি করে পুলিশ ফাঁড়ি রয়েছে। উপাচার্যের বাসভবনের সামনে নিরাপত্তাব্যবস্থা সবচেয়ে ভালো, কিন্তু সেখান থেকেই একজন শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই হচ্ছে। তাহলে এই নিরাপত্তা কিসের জন্য।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে ও গত শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুই ছাত্রী ছিনতাইয়ের শিকার হন।
বিএসডি/ এলএল