বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস পরিস্থিতির জেরে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করে দেওয়া হয়েছে। বড় বিপদ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষসহ একাধিক অভিনেতা এবং উৎসব কমিটির কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উৎসবটি আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিটি। ৭ জানুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা ছিল।
বুধবার সকালে করোনা পজিটিভ শনাক্ত হন অভিনেতা পরমব্রত। টুইটে নিজেই জানান এ খবর। মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষও কভিড আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়সহ বোর্ডের একাধিক সদস্য। তাদের সবার করোনা পরীক্ষা করার আবেদন জানিয়ে সতর্ক করেছেন পরমব্রত।
মঙ্গলবার রাতেই করোনা রিপোর্ট হাতে পান টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। এরপর রিপোর্ট পজিটিভের খবর টুইটে জানান তিনিও। করোনা আক্রান্ত তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। রাজ-শুভশ্রী এ নিয়ে দ্বিতীয়বার কভিড আক্রান্ত হলেন।
বিএসডি/এলএল