জাবি প্রতিনিধি:
খাঁচায় বন্দি ১০ পাখি নতুন করে ফিরলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রকৃতিতে। প্রাণিপ্রেমী সংগঠন ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কর্মীদের প্রচেষ্টায় মুক্ত পরিবেশে ফিরলো পাখিগুলো।
বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে পাখিগুলো অবমুক্ত করেন সংগঠনের কর্মীরা।
রাজধানীর টঙ্গী কলেজগেট ও সাভারের পলাশবাড়ির বিভিন্ন পাখির দোকান থেকে অবৈধ বন্যপাখি উদ্ধার করা করে সংগঠনটি। এরমধ্যে ২টি মদনা টিয়া, ৪টি সবুজ টিয়া, ২টি মুনিয়া ও ২টি সরালি রয়েছে।
উদ্ধারের সময় উপস্থিত ছিলেন- ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান, সংগঠনটির কর্মী ইফতিকার মাহমুদ, সৈয়দা অনন্যা ফারিয়া, মাহমুদুল হাসান তালুকদার, তাসবিন সাকিব, নিলয় হাসান ও তাজরিয়ান আলম নিলি ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর নার্গিস সুলতানা লিজা প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী পাখি সংগ্রহ করে ক্রয়, বিক্রয় অথবা পরিবহন করলে তিনি অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। এ অপরাধে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদন্ড বা সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ১ বৎসর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
অবমুক্তের সময় উপস্থিত ছিলেন পাখি গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল হাসান খান। তিনি বলেন, ‘এই পাখিগুলো আমাদের দেশেই ও প্রজনন করতে পারে। ডিপ ইকোলজির তরুণ স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে পাখিগুলো উদ্ধার করেছে। এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ।’
বিএসডি/ এলএল