আন্তর্জাতিক ডেস্ক
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ে ভূমিকম্প হয়েছে। শনিবার ভোরে এই প্রদেশটির মেনইউয়ান কাউন্টিতে এই ভূমিকম্প হয়।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএনআই।
চীনের সরকারি সংস্থা চায়না আর্থকোয়েক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।
তবে ইউরোপীয় ভূকম্প পরিমাপ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক তিন। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের ফলে হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিএসডি/এসএ