নিজস্ব প্রতিবেদক:
কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শনিবার শুরু হয়েছে। সকাল ৯টায় সার্ভার খুলে দেওয়া হয়। বিকাল ৫টা পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ১২১ শিক্ষার্থী আবেদন করেছে। সেই হিসাবে প্রতি মিনিটে ৬৫৫টি আবেদন পড়েছে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ তালিকায় দিতে পারবে। কিন্তু গড়ে প্রতি শিক্ষার্থী ৫ দশমিক ৫১টি প্রতিষ্ঠান তালিকায় দিয়েছে। অর্থ্যাৎ উল্লিখিত সংখ্যক শিক্ষার্থী মোট ১৫ লাখ ১৭ হাজার ৫৪৫টি কলেজ পছন্দ তালিকায় দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে একইসঙ্গে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমেও ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। এবারও সবধরনের কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের আসন বণ্টন করা হবে। এদিন একইসঙ্গে চার্চ পরিচালিত ঢাকার চার কলেজেও অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার সেন্ট যোসেফ, হলিক্রস সেন্ট গ্রেগরি এবং নটর ডেম কলেজ আছে। প্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষা নেবে।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন নেওয়া হবে। পরে তিন ধাপে মেধা তালিকা প্রকাশ করা হবে। এবার শুধু অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদেরকে ভর্তির xiclassadmission.gov.bd শীর্ষক ওয়েবসাইটে যেতে হচ্ছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং ভর্তির সাইটেও মিলছে।
নীতিমালা অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাশ করা যে কোনো বয়সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে, তারা ১৫ জানুয়ারির মধ্যে ভর্তির আবেদন করবে। এরপর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্টরা ২২ ও ২৩ জানুয়ারি আবেদন করতে পারবে। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফি-সহ আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
আবেদন ও নির্বাচন পর্ব শেষে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফিসহ সব ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটি অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকা মহানগরের বাইরে ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার আর উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা আদায় করা যাবে। নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশনচার্জ ও ভর্তি ফি গ্রহণ করা যাবে। উন্নয়ন ফি আদায় করা যাবে না।
কারিগরি শিক্ষা বোর্ড : এদিকে কলেজ-মাদ্রাসার মতো বুয়েটের কারিগরি সহায়তায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি টেক্সটাইল, কৃষি, ফিশারিজ, ফরেস্ট্রি এবং লাইভস্টক শিক্ষাক্রমেও শনিবার ভর্তি করা হচ্ছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.btebadmission.gov.bd) পাওয়া যাচ্ছে।
বিএসডি/ এলএল