বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে জমে উঠেছে সিনেমা পাড়া। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই দ্বিবার্ষিক নির্বাচন। এ পর্যন্ত দুটি প্যানেলের কথা শোনা যাচ্ছে, যারা নির্বাচনে অংশ নেবে। একটি প্যানেলে রয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। আরেকটি প্যানেলে আছেন বর্তমান কমিটির মিশা সওদাগর ও জায়েদ খান।
নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণার জন্য রোববার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। সেখানে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নূতন, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকেই।
শিল্পী সমিতির এই নির্বাচনে নিপুণ লড়বেন সাধারণ সম্পাদক পদের জন্য। অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন না তিনি। তবে গত বছরের শেষ দিকে এসে একটি নতুন সিনেমায় যুক্ত হন। এবার আরও সক্রিয় হতে নামলেন নির্বাচনে।
প্যানেলের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সাইমন তারা একেকজন আমার সৈন্য। তারাই আমাকে এখানে নিয়ে এসেছে। কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, আপনি এই সময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’
নিপুণ আরও বলেন, ‘যদি আমার প্যানেল জয়লাভ করে, আমরা প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসব। তিনি ছাড়া এফডিসিকে বাঁচানো সম্ভব না। উনাকে স্বচক্ষে দেখাব। তার বাবার হাতে গড়া এফডিসি কী অবস্থায় আছে। আমার মনে উনি যদি একবার আসেন, তাহলে এফডিসির চেহারা বদলে যাবে।’
বক্তব্যে প্রতিপক্ষ প্যানেলের মিশা-জায়েদের জন্যও শুভকামনা জানান নিপুণ। তার ভাষ্য, ‘এটা সামান্য একটা নির্বাচন। এটা শেষ হয়ে গেলে আমরা এক জায়গার মানুষ। তাই নির্বাচন শেষে কেউ কথা বলা, মুখ দেখাদেখি বন্ধ করবেন না। এখানে দুইটা পক্ষ করতে হয়। তাতে হার-জিত থাকবেই। আমি জানি না, আমরা কী করব।’
বিএসডি/এসএ