সাভার প্রতিনিধি:
নুশরাত শারমিন রেশমা প্রাণোচ্ছল ও প্রাণবন্ত এক প্রাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী এবং “সিরাক-বাংলাদেশ” এর প্রোগ্রাম অফিসার।
দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিশ্চিতকরণে। সহকর্মী হিসেবে রেশমা খুবই দুর্দান্ত । যে একাই অফিসের সবাইকে মাতিয়ে রাখতো ।
এমন এক প্রাণের মাঝে ২০১৯ সালে কোথা থেকে এক অশুভ ছায়া এসে ভর করে যার নাম ফুসফুস ক্যান্সার। রেশমা এক বুক স্বপ্ন নিয়ে এই অশুভ ছায়ার সাথে একাই লড়াই করে । অনেক সাহস নিয়ে ৬ সাইকেল কেমোথেরাপি, ওরাল কেমোথেরাপি এবং বিভিন্ন হাই-ডোজের মেডিসিন নিয়ে ২০১৯ এর দিকে সুস্থ হয়ে উঠে। কিন্তু বুকের মধ্যে যে এই অশুভ ছায়া বাসা বেঁধে রেখেছিলো তা কি এতো সহজে যেতে চায়? ২০২০ এর জুলাই থেকে আবার জেগে উঠে ক্যান্সারটি । ধীরে ধীরে ক্যান্সারটি বাম ফুসফুস থেকে ডান ফুসফুসে বাসা বাঁধা শুরু করে এবং হার্ট ব্লক করে ফেলছে। কিন্তু এবার রেশমার একা লড়াই করা সম্ভব নয়।
রেশমার বর্তমান চিকিৎসক অতি দ্রুত রেশমাকে ভারতে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। অন্যথায় রেশমাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে। রেশমার চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন, যা রেশমার পরিবারের পক্ষে কোনভাবেই যোগাড় করা সম্ভব না। এর জন্য প্রয়োজন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আর দোয়া। সকলে যার যার দিক থেকে অর্থিকভাবে সহায়তার হাত বাড়ালে আমরা রেশমাকে আমাদের সকলের মাঝে ফিরিয়ে আনতে পারবো।
ব্যাংক একাউন্টঃ
Nusrat Sharmin Resma
Dutch Bangla Bank Limited
Pallabi Branch, Dhaka.
Account Number: 2111510250954
————————————
MD.ABDUR RAHMAN (রেশমার বাবা)
PUBALI BANK, MOTIJHEEL CORPORATE Branch, Dhaka
Account Number: 0340101219451
প্রেস বিজ্ঞপ্তিঃ SERAC-Bangladesh
বিএসডি/ইয়াসিন/আইপি