জ্যেষ্ঠ প্রতিবেদক
সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত ওয়াসার ১৬ কর্মকর্তাকে ফেরত দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
ঢাকা ওয়াসায় যোগদানের জন্য ডিএনসিসি থেকে অবমুক্ত করা ১৬ জন কর্মকর্তার মধ্যে সহকারী প্রকৌশলী হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, আব্দুল হান্নান, ইলিয়াস হোসেন এবং ফকির চাঁন মিয়া।
এছাড়া উপ-সহকারী প্রকৌশলীদের মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা, মোহম্মদ শরিফ মাহমুদ, মোস্তাক আহমেদ, কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, সন্দীপ সূত্রধর, ইকবাল হোসেন মোল্লা, মোহম্মদ আকরাম হোসেন ভূঁইয়া, মিল্টন তঞ্চ্যঙ্গা, তরিকুল ইসলাম এবং রঞ্জন বড়ুয়া। এছাড়া কম্পিউটার অপারেটর হিসেবে আছেন মোহাম্মদ আবু সুফিয়ান। এদের সবাইকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে অবমুক্ত করা হয়েছে।
বিএসডি/এসএ