সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শনাক্তের হার কমতে শুরু করে। অক্টোবরে শনাক্ত ১ শতাংশ, কখনো কখনো ১ শতাংশের নিচে অবস্থান করছিল। এর মধ্যে গত ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। পরে ২৯ ডিসেম্বর করোনা শনাক্ত ১ শতাংশ অতিক্রম করে।
চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণের হার আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন চিকিৎসাধীন। বিভাগে এখন পর্যন্ত ৫৫ হাজার ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
বিএসডি/ এলএল