নিজস্ব প্রতিবেদক:
আসছে ২৭ জানুয়ারি মাদারীপুরের রাজৈর ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে জুডিশিয়াল সার্ভিসের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ জানুয়ারি) ইসি’র আইন শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদারীপুরের রাজৈর ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণ বিধি প্রতিপালনের নিমিত্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই উপজেলা নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা একজন হোন, তাহলে ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লিখিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে অথবা চাহিদা অনুসারে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মোবাইল/স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি/কোস্টগার্ডের মোবাইল টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্যও অনুরোধ করা হলো।
তবে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে, সে অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন।
বিএসডি /আইপি