নিজস্ব প্রতিবেদক:
মডার্নার টিকা সংকটের কারণে চাঁপাইনবাবগঞ্জে ষাটোর্ধ্ব বয়স্কদের করোনার বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ফলে সোমবার ও মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বুস্টার ডোজ টিকা নিতে আসা ষাটোর্ধ্ব বয়স্ক অনেক মানুষ টিকা দিতে না পেরে ফিরে গেছেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, সরকার শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকা সংরক্ষণ করায় এবং জেলায় মডার্নার টিকা না থাকায় বুস্টার ডোজ টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুত টিকা আসবে এবং দু’একদিনের মধ্যে আবারও জেলায় করোনার বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম চালু করা হবে।