মূল্যবান সামগ্রীর নিলামকারী প্রতিষ্ঠান সথবির অলংকার বিশেষজ্ঞ সোফি স্টিভেনস জানান, ২৬০ কোটি বছরের বেশি বয়স এই হীরার। ধারণা করা হয়, মহাকাশ থেকে ওই সময় কোনো গ্রহাণু খসে পড়েছিল। সেটির সঙ্গে হীরাটি পৃথিবীতে আসে।
সথবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কালো রঙের হীরা বেশ বিরল। উৎপত্তি নিয়ে রহস্য থাকায় হীরাটির ওপর সবার বিশেষ মনোযোগ রয়েছে। সোফি স্টিভেনস বলেন, হীরাটি বিশেষ ধরনের অলংকার। এর আগে এত বড় মসৃণ হীরার প্রদর্শনী হয়নি।
এএফপি জানায়, গত সোমবার দুবাইয়ে প্রদর্শনী শেষ হওয়ার পর হীরাটি যুক্তরাজ্যের লন্ডনে ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রদর্শনীর জন্য নেওয়া হচ্ছে। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি হীরাটি নিলামে তুলবে সথবি। নিলাম অনলাইনে হওয়ার কথা রয়েছে।
সূত্র:এএফপি।
বিএসডি/ এলএল