আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মুম্বাইয়ের একটি ২০ তলা আবাসিক ভবনে আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
মুম্বাইয়ের তারদের এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, ভবন থেকে আগুনের শিখা বের হয়ে কালো ধোঁয়ায় আকাশে ভরে যাচ্ছে।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ৬ জন বয়স্ক ব্যক্তির অক্সিজেন সহায়তা প্রয়োজন এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু ধোঁয়া অনেক বেশি। সব মানুষকে উদ্ধার করা হয়েছে।’
কর্মকর্তা জানিয়েছেন, আহতদের ৩টি কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। নাইর হাসপাতালে ৫ জন, কস্তুরবা হাসপাতালে একজন এবং ভাটিয়া হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
সূত্র:এনডিটিভি।
বিএসডি/ এলএল