নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবন ধলেশ্বরীতে এ বৈঠক শুরু হয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৈঠকে শাবিপ্রবি শিক্ষক ছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। তবে বৈঠকে কোনো শিক্ষার্থী উপস্থিত নেই।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হবে বলে সংবাদমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের।
সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি দলের তিন শিক্ষকের সঙ্গে বৈঠকে বসেছেন মন্ত্রী। এর আগে শুক্রবার রাতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকা আসে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল।
শিক্ষক প্রতিনিধিরা মন্ত্রীর বাসভবনে আসেন বিকেল সাড়ে ৫টায়। বৈঠক শুরু হয় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক চলছে।
বিএসডি/ এলএল