পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক সেবনে বাধা প্রদান করায় ছগির দফাদার নামে এক মানবাধিকার কর্মীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ছগির দফাদার বাদী হয়ে মনির হোসেন ও তার তিন ছেলে আনোয়ার হোসেন, হাসিব হোসেন , রাকিব হোসেন এবং তার স্ত্রী আসমা বেগম কে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোতখালী গ্রামের বান্ধবপাড়া বাজার সংলগ্ন মনির হোসেন দীর্ঘদিন যাবত মাদক সেবন সহ মাদকের ব্যবসা করে আসছে। এতে প্রতিবেশী মানবাধিকার কর্মী ছগির দফাদার তাকে প্রায় সময় বাধা প্রদান করলে মনির হোসেন ও তার ছেলেরা বিভিন্ন সময় ছগির দফাদার কে জীবন নাশের হুমকি দেয়। এরই জেরে ২০ জানুয়ারি সকালে ছগির দফাদার বাড়ি থেকে বান্ধবপারা বাজারের উদ্দেশ্যে আসলে মনির হোসেন এর বাড়ির সামনে মনির সহ তার ছেলেরা পূর্ব পরিকল্পিত ভাবে পথ রোধ করে কিল ঘুষি সহ মারপিট করে । পরে ছগির দফাদার এর ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এ ব্যাপারে প্রতিপক্ষ মনির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের বসত বাড়ির জমি নিয়ে এলাকার এক প্রভাবশালী প্রবাসীর সাথে বিরোধ থাকায় ছগির দফাদার কে ব্যবহার করে আমাদের নামে বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করে আসছে। তিনি আরো বলেন আমি এক সময় মাদক সেবন করতাম ঠিক কিন্তু এখন আমার পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত নয়। আপনারা প্রমাণ দিতে পারলে আমি সকল বিচার মেনে নিবো।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএসডি/ এলএল