খেলাধূলা ডেস্ক:
বিপিএলের চলতি আসরে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট নিয়ে নতুন এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
প্রথম তিন ওভারে উইকেট পাননি তিনি। চতুর্থ ওভারে মাহমুদউল্লাহকে আউট করে চারশ উইকেট পূর্ণ করলেন। টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের আগে চারশ উইকেট নিতে পেরেছেন চারজন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও আফগানিস্তানের রশিদ খান।
এরই সঙ্গে সাকিব ঢুকে যান টি-টোয়েন্টি ক্রিকেটের এক অনন্য ক্লাবে। আর সেই ক্লাবটি হলো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট ও ৫০০০ রান করার কৃতিত্ব। সবার আগে এই ক্লাবে নাম তুলেছেন ডোয়াইন ব্রাভো। বর্তমানে কুড়ি ওভারের ক্রিকেটে ৫৫৪ উইকেটের পাশাপাশি ৬৬৭২ রান রয়েছে ব্রাভোর।
বর্তমানে এই ফরম্যাটে সাকিবের উইকেটসংখ্যা ৪০০টি আর ব্যাট হাতে রয়েছে ৫৬১০ রান। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সাকিব।
বিএসডি/ এলএল