নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩৪৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন তিনজন।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী। তিনি বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৯১৯ চট্টগ্রাম নগরীর এবং ৪২৯ জন উপজেলাগুলোর বাসিন্দা।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় ১০৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল, সেদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়াল।
১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। সোমবারে তা ৪০ শতাংশে উঠেছিল।
বিএসডি/ এলএল