সাভার প্রতিনিধি:
সাভারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার আড়াপাড়ার বরিশাল ফরসান গ্রুপের সিন ইন ফুড জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত বাইরে ফেলে রাখা কার্টন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কারখানার সামনে কিছু কার্টন ফেলে রাখা হয়েছে। রাতে ওই কার্টনগুলোর পাশে কেউ সিগারেট খায়। পরে সেখানে সিগারেটের শেষ অংশ আগুনসহ ফেলে রেখে যায়। সেখান থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগে কারখানার ভেতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সবাই মিলে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থান পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান সিদ্দিকুর রহমান বলেন, রাতে ওই জুতার কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে যায়। তবে প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।
বিএসডি/ এলএল