নিজস্ব প্রতিবদক:
মাদক বিরোধী অভিযানে র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ চারজনকে মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা থেকে ২৭০ পুরিয়া (২৫ গ্রাম) হেরোইনসহ দুইজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ ইসমাইল হোসেন মিঠু (২৮) ও মোঃ সাজু (২৭) । এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার একশ টাকা জব্দ করা হয়।
এছাড়া র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজাসহে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি নাম মোঃ দুলাল হোসেন (৩৯) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ বারো হাজার দুইশ টাকা জব্দ করা হয়।
এছাড়াও গতকাল র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবাসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি নাম মোঃ মিঠুন শেখ (৩৮)। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও শ্রীনগরসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/ এলএল