নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে কয়েকদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রবিবারও সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিদিন তাপমাত্রা এ জেলায় ৬ থেকে ৭ ডিগ্রিতে ওঠানামা করছে।
এদিকে, অতিরিক্ত ঠান্ডায় কাবু হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। ঘর থেকে খেটে খাওয়া মানুষজন বের হতে সাহস পাচ্ছেন না। সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সুর্য উঠায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। ফলে প্রতিদিন ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।শীতের কুয়াশায় বোরো বীজতলা কোন কোন স্থানে কুকড়ে যাওয়ায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। অতিরিক্ত ঠান্ডার প্রকোপে দেখা দিয়েছে সর্দি কাশিসহ নানা ঠান্ডাজনিত রোগ। জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে প্রতিদিন শীতজনিত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
রাজারাহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, এ অবস্থা আরো দুই একদিন থাকতে পারে।