আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক এ তথ্য জানান।
এনামুল হক বলেন, ঘণ্টা দেড়েকের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া ক্ষয়ক্ষতির তথ্যও তারা জানাতে পারেনি।
এনামুল হক বলেন, তদন্ত করে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে।
কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
বিএসডি/ এলএল