ভোলার চরফ্যাশনের একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মনির। সে ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়, এতে গুলিবিদ্ধ হন মনির। তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, সকালে দুই কাউন্সিলর প্রাথীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এসময় কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।