বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য সহজিকরণে আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর অডিটরিয়ামে বানিজ্য মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বন্দর ব্যবহারকারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বন্দরের ডাইরেক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
যশোর- বেনাপোল সড়ক প্রসস্থকরণ,শুল্ক আদায়ে জটিলতা নিরসন, আমদানি পণ্য সংরক্ষণে অতিরিক্ত শেড নির্মান, রেলযোগে পণ্য পরিবহন বৃদ্ধি, কন্টেইনার টার্মিনাল নির্মান, বেনাপোলে পণ্য নিয়ে আসা ফিরতি ট্রেনে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি এবং বন্দরের অবকাঠামো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন।
ডাব্লুউটি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, কাষ্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দরের উপ সচিব মোঃ মনিরুজ্জামান, বন্দরের অতিরিক্ত পরিচালক আব্দুল জলিল, উপ পরিচালক মামুন তরফদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ ইউসুফ আলী, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান, সিএন্ডএফ এজেন্ট ফেডারেশনের সভাপতি মফিজুর রহমান সজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ওসি মোহাম্মাদ রাজু সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।