নিজস্ব প্রতিবেদক:
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় মুনাফালোভী ব্যবসায়ীদের স্বার্থে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হঠকারী। যা গোদের উপর বিশ ফোঁড়ার সামিল। সভায় আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সভায় বক্তৃতা করেন বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র আবদুল্লাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস প্রমুখ।
সভায় এলপিজি’র মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলা হয়, বিইআরসি ব্যবসায়ীদের স্বার্থেই এই গণবিরোধী পদক্ষেপ নিয়েছে। ভোক্তাদের স্বার্থ ও অভিযোগ আমলে না নিয়ে স্বেচ্ছাচারীভাবে একের পর এক গণদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এতে আরো বলা হয়, মাত্র কয়েকমাস আগে অস্বাভাবিকভাবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির ধাক্কা মানুষ এখনো সামাল দিতে পারেনি। এর সাথে যুক্ত হয়েছে চালসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি। ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।
সভায় সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জ্বালানির মূল্য বৃদ্ধি ও খাদ্যেপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়