আন্তর্জাতিক ডেস্ক:
আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই সুপারিশ করেছে।
সুপারিশ অনুমোদন হলে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে।
নিষিদ্ধের সুপারিশকৃত অ্যাপের মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও টেনসেন্ট জিরিভার।
এর আগে গত বছরের জুনে ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপজ্জনক অভিহিত করে টিকটক, উইচ্যাট, হ্যালোসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত।
লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা ও চীনের সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২০ সালের মে মাস থেকে চীনের প্রায় ৩০০টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।
পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ২০২০ সালের জুনে ভারত প্রথম দফায় চীনা অ্যাপ নিষিদ্ধ করে।
২০২০ সালে ৫ মে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন হাতাহাতি–সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে।