সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় মাইজবাড়ি গ্রামবাসীর উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় কুরবান নগর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান মোঃ আবুল বরকত এর সভাপতিত্বে ও জহুর মিয়া, জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর হাবিবুর রহমানের ছোটভাই সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিজবাহ।
সভায় বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধ ও আদর্শের বিষয়ে কখনো আপোস করতেন না। বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করতেন। তাঁর লেখনীর মাধ্যমে রাষ্ট্রের অনেক অনিয়ম দূর হয়েছে। পীর হাবিবুর রহমানের মৃত্যু সমাজের অপূরনীয় ক্ষতি বলে উল্লেখ করেন বক্তারা। বক্তরা আরো বলেন, পীর হাবিবুর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য মাইজবাগি গ্রামে একটি রাস্তা নামকরণ করার জন্য।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মনির উদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল কাদির শিহাব, সুনামগঞ্জ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ রিপোর্ট ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি খলিল রহমান, সদর জাতীয পার্টির সাধারণ সম্পাদক সাজ্জদুর রহমান সাজু, যুব সংগতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলী, শিক্ষক মাসুক মিয়াসহ প্রমুখ।
বিএসডি/ এলএল