খেলাধূলা প্রতিবেদক:
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ হয়েছে। কিন্তু প্রথম দুই দিন এগিয়ে থাকার পরও যেন স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) তৃতীয় দিন শেষে তারা স্বাগতিক নিউজিল্যান্ড থেকেও ২১১ রানে এগিয়ে রয়েছে। কিন্তু উইকেট যে পাঁচটি আউট হয়ে গেছে।
রবিবার দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। তাদের লিড দাঁড়িয়েছে ২১১ রানে। আগামীকাল চতুর্থদিন দলটি চাইবে লিড যতসম্ভব বড় করা। তবু একটা অস্বস্তি থেকে যাচ্ছে। কাইল ভেরেইন ২২ ও উয়ান মুল্ডার ১০ রানে অপরাজিত আছেন। রাসি ভ্যান ডের ডুসেন ৪৫, টেম্বা ভুবামা ২৩, এইডেন মার্করাম ১৪ ও ডিন এলগার ১৩ রান করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংস ৩৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ২৯৩ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলটির পক্ষে কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত ১২০, ড্যারিল মিচেল ৬০, হেনরি নিকোলস ৩৯, নিল ওয়াগনার ২১, ডেভন কনওয়ে ১৬ ও কাইল জেমিসন ১৩ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ৫টি, মার্কো জ্যানসেন ৪টি ও একটি উইকেট নেন কেশব মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৩৬৪/১০
সরেল এরউই ১০৮, ডিন এলগার ৪১
নিল ওয়াগনার ৪/১০২, ম্যাট হেনরি ৩/৯০
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস):
কলিন ডি গ্র্যান্ডহোম ১২০*, ড্যারিল মিচেল ৬০
কাগিসো রাবাদা ৫/৬০, মার্কো জ্যানসেন ৪/৯৮
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস): ১৪০/৫*
রাসি ভ্যান ডের ডুসেন ৪৫, টেম্বা ভুবামা ২৩
টিম সাউদি ২/২৮, নিল ওয়াগনার ২/৪৪
বিএসডি/ এফএস