নিজস্ব প্রতিবেদক:
মাগুরা শালিখা উপজেলা আড়পাড়া ইউনিয়নের ১০টি গ্রামে বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ো হওয়ার সাথে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে।
মাগুরার আড়পাড়া সদরের বাহারুল ইসলামসহ অন্যরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি শুরু হয়। শিলা বৃষ্টিতে এলাকার তালখড়ি, শতখালি, বুনাগাতি, চুকিনগর, টিলা, কেচুয়াডুবিসহ কমপক্ষে ১০ গ্রামের ক্ষেতের ধান ও পেঁয়াজ, রসুন, ছোলা, মসুড়ি, সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আড়পাড়া কালিগঞ্জ সড়কের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ায় কিছু গাছ রাস্তার ওপর ভেঙ্গে পড়ে।
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর হায়াত মাহমুদ বলেন, ‘শালিখা উপজেলা সদরসহ আশপাশের বেশ কিছু গ্রামে অসময়ে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এতে চলতি মৌসুমে উঠতি সফলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে শিলা বৃষ্টিতে কৃষকের ফসলের ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।
বিএসডি/ এলএল