আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে হামলার পর চার দিনের যুদ্ধে রাশিয়ার ৫ হাজার ৩০০ সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার আনুমানিক ৫,৩০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধ বিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সামরিক যান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।
গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিনদিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা।
দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা ছিল রাশিয়ার। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ ইউক্রেনের সেনারা রাজধানীকে নিজেদের দখলে রাখতে সেখানে জড়ো হয় এবং কঠিন প্রতিরোধ গড়ে তুলে। রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি হয়।তবে আলোচনার কথা বললেও তারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রাখে।এই হামলার মাঝেই রাশিয়াকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
বিএসডি/ এফএস