নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস মহামারীর মধ্যে দেরিতে শুরু হলেও এক মাসই চলবে এবারের একুশে বইমেলা। এবারের বইমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে অমর একুশে বইমেলার চলার এক পক্ষ পেরিয়ে গেছে। এদিন ছিল বইপ্রেমীদের ভিড়। তবে সব ছাড়িয়ে এক লেখকের মাটিতে বই নিয়ে বসে থাকা সবার নজর কেড়েছে। মেলা প্রাঙ্গণে অনন্যা প্রকাশনীর ঠিক সামনের দিকে মাটিতে বসে নিজের লেখা বইয়ের প্রচারণা চালাচ্ছেন লেখক রবিউল আলম।
রবিউল তাঁর লেখা ‘আমার দেখা রায়েরবাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা একটি বটগাছ’ বইটি মেলা প্রাঙ্গণে নিয়ে এসেছেন। নিজেই বই নিয়ে মাটিতে বসে বইগুলো বিক্রির জন্য প্রচারণা করছেন। বইপ্রেমীদের বইটি সম্পর্কে জানাচ্ছেন।
রবিউল আলম বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘আমি কোনো বড় লেখক নই, লেখক হিসেবে আমার পরিচিতি নেই। আমি একজন রিকশাচালক ছিলাম, বাদামওয়ালা ছিলাম। কিন্তু রায়েরবাজার বধ্যভূমির একজন জীবিত সাক্ষী আমি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রায়েরবাজারে অনেক লাশ দেখেছিলাম। এ কথাগুলো বইটিতে নিয়ে এসেছি। বই নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। যে যা পারছে তাই দিয়ে সহযোগিতা করছে। কারও টাকা না থাকলে বিনামূল্যে দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হলো রায়েরবাজার বধ্যভূমির এই বটগাছটি যাতে সংরক্ষণ করা হয়; এজন্য আমি দ্বারে দ্বারে ঘুরছি। নিজ খরচে আমি এই বইটি বের করেছি। বর্তমানে আমি লেখালেখি নিয়ে আছি।’
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে। ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার। মেলা শুরু হয় ১৫ তারিখ থেকে। সেসময় বলা হয়েছিল করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। তবে, গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রণালয়।
বিএসডি/ এলএল