নিজস্ব প্রতিবেদক:
ধর্ষকদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ও শিক্ষক শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
লাগাতার আন্দোলনের ৬ষ্ঠ দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টাসের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।
তিনি আজ দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিকেল ৪ টায় প্রতিবাদী কনসার্ট ও সন্ধ্যা ৭ টায় আলো হাতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
প্রসঙ্গত, ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
বিএসডি/ এলএল