বর্তমান সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য বেড়েছে। নিত্যপণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে দেশে চলছে ‘মেগা দুর্নীতি’। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মঙ্গলবার মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। সমাবেশ চলাকালে ছাত্রদলের কতিপয় কর্মীর মধ্যে সামনের দিকে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলের নেতারা তাদের নিয়ন্ত্রণে আনেন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির (উত্তর) নেতা আব্দুস সোবহান মিয়া, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথিসহ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা।
বিএসডি/ এফএস